ঢাবির হলে আবারো শিক্ষার্থী নির্যাতন করল ছাত্রলীগ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের ছয় কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে বলে জানা যায়। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আকতারুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছিরকে একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত ছাত্রলীগের ছয় কর্মী হলো- সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় হাসান কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান। তারা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের ছাত্রলীগের পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। আবু ইউনুস ও রবিউল ইসলাম রানা ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

ভুক্তভোগী আকতার হোসেন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রংপুর জেলায়। তিনি জানান, আমি কয়েক দিন ধরে খুব অসুস্থ ছিলাম। এক সপ্তাহ আগে আমার দিনমজুর বাবা ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার মধ্যেও আমাকে রাত ১০টার দিকে গেস্ট রুমে ডাকেন ভাইয়েরা। ওনারা আমাকে বলেন, ‘এই তুই গতকাল গেস্ট রুমে ছিলি না কেন।’ তখন আমি বলি, আমি খুব অসুস্থ কয়েক দিন থেকে। এছাড়া আমার বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। এ কথা বলার পরও আমাকে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, তুই ১০ মিনিট উপরে লাইটের দিকে তাকিয়ে থাকবি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক মিনিট তাকানোর পরই আকতার অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করায় সহপাঠীরা। সেখানে ইসিজি, কোভিড টেস্টসহ কয়েকটি টেস্ট করে তাকে আবার হলে পাঠান চিকিৎসক। চিকিৎসা নেয়ার পরে তাকে ভয় দেখিয়ে অভিযুক্তরা বলে, ‘তোরে যে আমরা হাসপাতালে চিকিৎসা নিতে নিয়ে আসছিলাম এটা কাউকেই বলবি না।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের হল কমিটির পদপ্রত্যাশী আবু ইউনুস বলেন, আমি জানতে পেরেছি, এটা আসলে অপ্রত্যাশিত। আমি বিষয়টা দেখতেছি। অন্য দিকে রবিউল ইসলাম রানা বলেন, এই বিষয়ে শুনলাম। এটা আসলে ঠিক করেনি। আমি খোঁজ নিচ্ছি।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, এটা আসলেই দুঃখজনক। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হবে।

ছাত্র সংগঠনগুলোর নিন্দা : এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন কয়েকটি ছাত্রসংগঠন। ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু তদন্তসাপেক্ষে অতিদ্রুত নির্যাতনকারীদেরকে বিচারের আওতায় আনতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুম নির্যাতন বন্ধ করার জন্য প্রশাসন বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। নিয়মিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা। এই নির্যাতন বন্ধ করতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com