বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট সেনা শিবিরে আটক

0

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরেকে বিদ্রোহী সৈন্যরা সামরিক শিবিরে আটক করেছে।

রয়টার্স বলছে, দুই নিরাপত্তা সূত্র ও পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক সোমবার তাদের এ কথা জানিয়েছেন।

রোববার রাতে রাজধানী ওয়াগাডোগুতে প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে ব্যাপক গোলাগুলির পর এ ঘটনা ঘটে।

সোমবার সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা যায়, যেগুলো গুলিবিদ্ধ ছিল। রক্তও দেখা গেছে সেখানে। আশপাশের বাসিন্দারা রাতে ভারী গোলাগুলির খবর জানিয়েছেন।

এর আগে সেনা অভ্যুত্থানের খবর অস্বীকার করে দেশটির সরকার।

বিক্ষোভকারীরা রোববার বিদ্রোহীদের সমর্থনে রাস্তায় নেমেছিল। তারা কাবোরের রাজনৈতিক দলের সদর দপ্তরে লণ্ডভণ্ড করে দেয়। সরকার রাত ৮টা থেকে কারফিউ জারি করে এবং দুই দিনের জন্য স্কুল বন্ধ করে দেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com