মমতার সরকারকে ১ হাজার কোটি রুপি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

0

পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে  ১২ কোটি ৫০ লাখ ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক।

শনিবার (২২ জানুয়ারি) রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে বিশ্বব্যাংকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার কোটি রুপি।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’র মতো উন্নয়ন কর্মসূচিতে এটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

প্রসঙ্গত, নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের দাবি, ‘বিধবা ভাতা’, ‘বার্ধক্য ভাতা’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ এবং ‘লক্ষ্মীর ভান্ডার’ নারীদের ক্ষমতায়নের পথে সহায়ক প্রকল্প। এতে যেমন তাদের আয় সুনিশ্চিত করা সম্ভব, তেমনই তা নারী শিক্ষা-স্বাস্থ্যের উন্নতি, বাল্যবিবাহ রোধ বা সামগ্রিক অর্থনীতি সচল করার পথে সহায়ক ভূমিকা পালন করবে।

গত বছরের আগস্টে বিশ্বব্যাংকের তরফে ঋণ দেওয়ার কথা বিবেচনা করার বার্তা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। এবার মমতার সরকারের কাছে এলো সেই চিঠি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com