খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দ্রুত প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা

0

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল। রক্ত ও ওষুধপত্র দিয়ে তা বাড়ানো হয়েছে। ডায়াবেটিসের মাত্রাও ওঠানামা করছে। চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঠেকানোর জন্য। মেডিকেল বোর্ডের সদস্যরা গতকালও বৈঠক করেছেন। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আল্লাহর রহমতে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণটা কয়েক দিন ধরে একটু কম আছে। এটা আবার যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে। আর রক্তক্ষরণ শুরু হয়ে গেলেই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ‘প্রপার ট্রিটমেন্ট’ না হওয়া পর্যন্ত তিনি চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।  সুচিকিৎসার্থে বিদেশের কোনো উন্নত হেলথ সেন্টারে না নেওয়া পর্যন্ত তাঁর ‘প্রপার ট্রিটমেন্ট’ও সম্ভব হচ্ছে না।

অপর একজন চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার শরীরের ‘প্যারামিটারগুলো’ আগের মতোই ওঠানামা করছে। হিমোগ্লোবিন কমে গেলে রক্ত কিংবা ওষুধপত্র দিয়ে তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ‘ক্লোজ’ মনিটরিং করছেন। তাদের পরামর্শে যখন যে ওষুধপত্র বা ইনজেকশন দেওয়া প্রয়োজন সেটাই প্রয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে তাঁর অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে।  এভারকেয়ার হাসপাতাল থেকে একই তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। সেই আশঙ্কাজনক অবস্থার মধ্যেই রয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব তাঁকে বিদেশে কোনো উন্নত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। কারণ সুস্থ হওয়ার জন্য বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটা বাংলাদেশে নেই।

গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন। চিকিৎসকরা তাকে বারবার বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ হতে সরকারের নিকট বারবার আবেদন করলেও সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী রহস্যজনকভাবে আবেদন নাকচ করে দিচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com