স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবলীগ নেতার সহযোগী গ্রেফতার

0

ফরিদগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ও কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষণের মূলহোতা যুবলীগ নেতা শিমুল মিজির (২৪) সহযোগী ইজাজা হোসেন(২৩), সাব্বির হোসেন (২৪) এবং লিপি বেগম (২৩)। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, রোববার দুপুরে দশম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তার বাড়িতে যাওয়ার পথে যুবলীগ নেতা শিমুল মিজি এবং তার দুই বন্ধু ইজাজা হোসেন ও সাব্বির হোসেন জোরপূর্বক তুলে নিয়ে লিপির বাড়িতে যায়। সেখানে লিপির সহায়তায় তাকে ধর্ষণ করে শিমুল। এ সময় শিমুলের সহযোগীরা ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার মা রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রধান অভিযুক্ত শিমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com