দেশে আইনের শাসন ও সুশাসন নেই, আছে শুধু একদলীয় সরকারের শাসন ব্যবস্থা: সেলিমা

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের মন্তব্য, দেশে কোনও জবাবদিহিতা নেই। তিনি বলেছেন, ‘বরগুনায় লঞ্চ পুড়লো, কিন্তু কোনও জবাবদিহিতা নেই। সড়কে বাস বেপরোয়াভাবে চলছে, তারও কোনও জবাবদিহিতা নেই। শিক্ষার্থীরা বাসের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, তারা জীবনের নিরাপত্তার জন্য  আন্দোলন করছে, সেখানেও কোনও জবাবদিহিতা নেই।’ বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বিজয়ের পঙত্তিমালা: কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের দৃষ্টিতে, ‘দেশে কোনও আইনের শাসন নেই, সুশাসন নেই। আছে শুধু ব্যক্তিগত আক্রোশ, একদলীয় সরকারের শাসন ব্যবস্থা এবং বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার। এসব নিয়ে কারও কোনও চিন্তা নেই, ভাবনা নেই।’

ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণআন্দোলন ও মুক্তিযুদ্ধে কবি-সাহিত্যিকদের ভূমিকার কথা উল্লেখ করেন সেলিমা রহমান। তার কথায়, ‘আমরা জানি আপনারা এখন লিখতে পারেন না, বলতেও পারেন না। তারপরও লিখতে হবে, বলতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আজ নিরাপত্তাহীন হয়ে যাওয়া দেশকে বাঁচাতে হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com