বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় আহত ২৫

0

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা শহরের শহিদ আলাউদ্দিন শিশুপার্কে আয়োজিত সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সমাবেশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর এত নির্মমতা এত অমানবিকতা জাতি কখনো মেনে নেবে না। শুধু সময়ের অপেক্ষা। সকল হিসাব-নিকাশ একদিন কঠোর হস্তে শোধ নেবে এ দেশের মানুষ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ফুরিয়ে এসেছে। তার প্রমাণ বিএনপির এ জনসমুদ্রের সমাবেশ। শিগগিরই সরকারকে পথে নামাতে রাজপথে কঠোর আন্দোলন শুরু করবে বিএনপি। আজ যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নাটক ও নির্যাতন করছে,তারা পালাবার রাস্তাও খুঁজে পাবে না। দেশের জনগণই কঠোর হস্তে তাদের শাস্তি দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির অন্যতম নেতা মোস্তাক আহম্মেদ পিনু প্রমুখ।

এদিকে সমাবেশ শুরুর প্রথম দিকে বেলা ১১টার সময় সভাস্থলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে শ্রমিক দল নেতা আনিচুর রহমান, সৈয়দ সুলতান আহমেদ সাখাওয়াত (৩৫), গাজী রাসেদ সামছ (৪৫), মজিবুর রহমান ( ৪৫), মো. আবদুল হক মল্লিক (৬৮), মো. জসিম হোসেন (২৭), শহীদ গোলদার (৪২), মো. নজরুল ফরাজি (২৮), আসাদুজ্জামান মনির (৫০), আবুল কালাম (৩৫),  মো. হিরু মিয়া (৩৮), মনুজর ইসলাম (৩২) ও ইউসুফ হাওলাদারসহ বিএনপির অঙ্গসঙ্গঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কেউ কেউ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সমাবেশে হামলার শিকার শ্রমিক দল নেতা আনিচুর রহমান বলেন, বেলা ১১টার দিকে স্লোগান দিয়ে সরকারদলীয় নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে সভাস্থলে প্রবেশ করে হামলা-ভাংচুর চালায়। এতে আমাদের ২৫ জন আহত হন। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com