হবিগঞ্জে ২ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। এতে ৬৫ জনের নাম উল্লেখ ও প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান মামলার বাদী হয়েছেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়ের জিকে গউছকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া এ ঘটনায় গ্রেফতার বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ বিনা উস্কানিতে হামলা ও গুলি চালানোর পর গতকাল এ মামলা দায়ের করেন।