পুতিন ও শির বৈঠক বুধবার

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আগামী বুধবার দুই পরাশক্তি দেশের নেতার বৈঠক হতে চলছে। সবশেষ গত জুনে এই দুই নেতার মধ্যে ভার্চুয়ালি আলাপ হয়।

এদিকে রবিবার জি-৭ জোটের নেতারা হুমকি দিয়েছে মস্কোকে। ইউক্রেনের বিষয়ে আক্রমণাত্মক বক্তব্য এবং সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জি সেভেন। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত এই জোট।

চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে। আসন্ন বৈঠকে দুই দেশের সম্পোর্কন্নয়নে বাণিজ্যের পাশাপাশি জ্বালানি খাতে জোরদারে আলোচনা হতে পারে।

তবে ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থা অস্পষ্ট। তবে চলতি বছরের জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয় চীনা প্রেসিডেন্ট শির। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও লিংকে আলোচনা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com