ক্ষমতায় অনির্বাচিত সরকার, আগামী নির্বাচন মালয়েশিয়াকে পরিচ্ছন্ন করার শেষ সুযোগ: মাহাথির
আগামী নির্বাচনকে দুর্নীতি থেকে দেশকে পরিচ্ছন্ন করার শেষ সুযোগ বলে রোববার মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ। বর্তমান সরকারকে তিনি দুর্নীতিপরায়ণ বলে অভিযুক্ত করেছেন, যদিও এই সরকারের নেতৃত্বে আছেন তারই এক সময়ের রাজনৈতিক সহকর্মী। নিজের লেখা স্মৃতিকথা ‘ক্যাপচারিং হোপ: দ্য স্ট্রাগল কন্টিনিউজ ফর এ নিউ মালয়েশিয়া’ বইয়ের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস।
মাহাথির আরো বলেন, এখনও আমি মনে করি এই সরকারকে ক্ষমতা থেকে নামানো দরকার। কারণ, বর্তমান সরকার দুর্নীতিপরায়ণ। তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি।
মালয়েশিয়ায় আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। তবে ৯৬ বছর বয়সী মাহাথির আশা করেন এই নির্বাচন আগামী বছরের মধ্যভাগে হওয়া উচিত।
উল্লেখ্য, কোনো বিঘœ ছাড়াই উমনো দল মালয়েশিয়ায় ক্ষমতায় ছিল টানা ৬ দশক। কিন্তু ২০১৮ সালের সাধারণ নির্বাচনে তারা প্রথম হেরে যায় ড. মাহাথিরের নেতৃত্বে গঠিত পাকাতান হারাপানের (পিএইচ) কাছে। আবার ক্ষমতায় আসেন ড. মাহাথির মোহাম্মদ। কিন্তু ২০২০ সালে দলীয় কলহে তিনি পদত্যাগ করেন। তার দলের ভিতর থেকেই মুহিদ্দিন ইয়াসিন বিরোধীদের সঙ্গে পেরিকাতান ন্যাশনাল (পিএন) গঠন করেন। ওই বছরের মার্চে মাহাথিরের কাছ থেকে ক্ষমতা যায় এই দলের কাছে। প্রধানমন্ত্রী হন মুহিদ্দিন ইয়াসিন। তিনিও টিকতে পারেননি। এ বছরের আগস্টে নতুন প্রেসিডেন্ট হন উমনো’র ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাবরি ইয়াকুব।
এ সময়ে ড. মাহাথির অভিযোগ করেছেন যদি পরবর্তী নির্বাচিত সরকার গঠিত হয় দুর্নীতিবাজ রাজনীতিকদের দিয়ে, তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যাবে। কারণ, দুর্নীতিবাজ সরকার দুর্নীতিকেই অনুমোদন দেবে। ক্ষমতায় থাকার জন্য তারা তা বেশি করে করবে। মাহাথিরের ভাষায়, এ জন্যই আগামী নির্বাচন মালয়েশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এটাই হবে দেশকে পরিচ্ছন্ন করার শেষ সুযোগ। অন্যদের উদ্দেশে তিনি বলেন, যদি আপনারা এটা করতে না পারেন। তাহলে একটি খারাপ সরকার চিরদিন আপনাদেরকে শাসন করবে।
ড. মাহাথিরের লেখা বইয়ে তিনি পাকাতান হারাপান সরকারের উত্থান সম্পর্কে লিখেছেন। এই সরকার টিকে ছিল ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত। সমালোচকরা বলেন, যদি নির্বাচনে ড. মাহাথির যদি জোট গঠনের শর্ত অনুযায়ী পাকাতান হারাপান জোটের অন্যতম শরীক দল পারতি কেদিলান রাকায়েত প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের কাছে হস্তান্তর করতেন তাহলে উমনোর কাছে ক্ষমতা ফিরে যেতো না। পক্ষান্তরে তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। উদ্দেশ্য ছিল একটি ঐকমতের সরকার গঠন করা। তাতে সব দলের সদস্য থাকবে। কিন্তু তার সেই উদ্যোগ ভেস্তে গেছে। কিন্তু কেন এটা করেছেন বইয়ে তার ব্যাখ্যা দিয়েছেন মাহাথির মোহাম্মদ। তিনি লিখেছেন, কার্যত পাকাতান হারাপান সরকারকে উৎখাত করা হয়েছিল। ফলে আমার আর প্রধানমন্ত্রী পদে থাকা সম্ভব ছিল না।