যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়। তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান।
ইমরান খান বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে। তিনি বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
ইমরান খান বলেন, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ‘ইসলামি জিহাদ’ বলা হতো।
পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার এক দিন পর এ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী খান। ওই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হলেও চীনকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আমন্ত্রণ প্রত্যাখ্যানের কারণ জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান চীনের ‘এক চীন নীতি’র সমর্থক এবং গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের উপস্থিতি ‘এক চীন নীতি’র পরিপন্থি।
সূত্র : পার্সটুডে