রাশিয়াকে ন্যাটোর হুঁশিয়ারি বার্তা

0

ইউক্রেনসহ প্রতিবেশী দেশগুলোর ওপর রাশিয়ার আগ্রাসন বেশিদিন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

সংস্থাটির মহাসচিব, ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডার লেনসহ ইইউ নেতারা রাশিয়ার রাজনৈতিক কৌশল নিয়ে সতর্ক করেন।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে বৈঠক করেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। পরে যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার যে কোনো আগ্রাসন প্রতিহতের ঘোষণা দিয়ে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনে হামলা চালালে পুতিন প্রশাসনকে চরম মূল্য দিতে হবে। এ সময় ন্যাটোয় ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়ে আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেন তিনি।

জেন্স স্টলটেনবার্গ, রাশিয়া যদি ইউক্রেনে তার দখলদারিসুলভ অনৈতিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখে তাহলে দেশটিকে অবশ্যই একদিন চড়া মূল্য দিতে হবে। আমরা বরাবরের মতোই রাশিয়াকে সাবধান করে দিতে চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com