চীন ও রাশিয়ার তোপে বাইডেনের ‘তথাকথিত’ গণতন্ত্র সম্মেলন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগ গণতন্ত্র সম্মেলনকে খাটো করে দেখাতে কাজ করছে চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বাইডেনের এই উদ্যোগকে তারা ভণ্ডামিপূর্ণ বলে উল্লেখ করছে। চীনা কূটনীতিকদের একাধিক টুইটে এই আয়োজনকে ‘তথাকথিত’ গণতন্ত্র সম্মেলন বলে আখ্যায়িত করেছেন। আর রাশিয়ার এক রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রীয় দৈনিক পত্রিকায় মার্কিন এই উদ্যোগকে ‘পতিতালয়ের একজন নারীর স্কুলের মেয়েদের নৈতিকতা শেখানোর’ সঙ্গে তুলনা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমকে স্বৈরাচারী প্রোপাগান্ডা বিশ্লেষকরা বলছেন, এসব প্রচার সরকারি মুখপাত্রে করা হচ্ছে, কোনও রাখঢাক না করেই। যা প্রমাণ করে গণতন্ত্রকে সমর্থনে যুক্তরাষ্ট্রের উদ্যোগ এবং এই প্রক্রিয়ায় বেইজিং ও মস্কোর বিচ্ছিন্ন হয়ে পড়া নিয়ে তাদের উদ্বেগ।

ব্রুকিংস ইন্সটিটিউশনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এমার্জিং টেকনোলজি ইনিশিয়েটিভের পলিসি ডিরেক্টর জেসিকা ব্র্যান্ডট বলেন, চীন ও রাশিয়া এটিকে পশ্চিমা রাজনীতির প্রতি নিন্দা এবং সম্মেলনের যে কোনও আলোচনাকে খাটো করে দেখানোর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে।

আটলান্টিক কাউন্সিলের ডিজিটাল ফরেনসিক রিসার্চ ল্যাব-এর চীন গবেষক কেন্টন থিবাউট বলেন, মার্কিন গণতন্ত্রকে খাটো করে দেখাতে চীনের পরিকল্পিত উদ্যোগ দেখতে পাচ্ছেন।

হোয়াইট হাউজের মতে, গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করতে বাইডেন প্রশাসনের সবচেয়ে হাই-প্রোফাইল উদ্যোগ ‘গণতন্ত্র সম্মেলন’। বৃহস্পতি ও শুক্রবার ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ১০০টি দেশের সরকারের প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকরা যুক্ত হবেন।

এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, বাইডেন প্রশাসনের পরিকল্পনা হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার বিষয়ে নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হতে পারে সম্মেলনে। নির্দিষ্টভাবে তাইওয়ানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সিএনএন’র খবরে বলা হয়েছে, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই বার্তাকে খাটো করার চেষ্টা করছে। সপ্তাহান্তে চীন নিজেই ভার্চুয়ালি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফোরাম অন ডেমোক্র্যাসি। এতে ১২০টিরও বেশি দেশের রাজনীতিক ও শিক্ষাবিদ যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের চেয়ে একদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ভালো কাজ করছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত এই সম্মেলন ‘গণতন্ত্রবিরোধী’ বলে এই যৌথ নিবন্ধে দাবি করেছেন। মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট-এ নভেম্বরের শেষ দিকে তা প্রকাশিত হয়েছে। এতে চীনা ও রুশ কূটনীতিক দাবি করেছেন তাদের দেশ গণতান্ত্রিক। সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com