চীন সীমান্ত নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

0

ভারতের মোদি সরকারের বিরুদ্ধে চীন সীমান্ত নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সংসদীয় দলের বৈঠকে তিনি বলেছেন, ‘সীমান্তে ভারত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু আশ্চর্যের বিষয় সেগুলি নিয়ে আলোচনার কোনও সুযোগ পার্লামেন্টে হলো না। এই ধরনের আলোচনা দেশের সমস্যা সমাধানে ঐক্যের ছবি তুলে ধরতে পারতো।’

সোনিয়া বলেন, ‘সরকার কঠিন প্রশ্নের জবাব দিতে রাজি নয়। কিন্তু বিরোধীরা তো সরকারকে প্রশ্ন করবে, ব্যাখ্যা চাইবে। সীমান্ত নিয়ে আমি ফের একবার পার্লামেন্টে বিস্তারিত আলোচনার আর্জি জানাচ্ছি।’

এদিন করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোনিয়া বলেন, ‘আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়াবো। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, চাষের খরচ মেটানোর মতো লাভজনক দাম এবং আন্দোলনের ফলে মৃত কৃষকদের পরিবারগুলোকে সহায়তা দেওয়ার দাবি তুলেছে কৃষক সংগঠনগুলো। আমরা তাদের দাবিকে সমর্থন করছি এবং সরকারের প্রতি তাদের দাবি পূরণের আর্জি জানাচ্ছি।’

ভারতে বেকারত্ব বৃদ্ধির জন্যও মোদি সরকারকে দায়ী করেছেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘দেশের কতিপয় ব্যবসায়ীর আয় বৃদ্ধি বা শেয়ার বাজারের সূচক দেখে অর্থনৈতিক উন্নয়নের দাবি করা চরম ভুল হবে। শ্রমিককে দাবিয়ে যদি অর্থনীতি বৃদ্ধি হয় তবে সমাজে তার কী মূল্য রয়েছে?’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com