বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার দিল ভারত

0

বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় সেনাবাহিনীর একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি.মি.মাউন্টেন হাউটজার গান দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় বাংলাদেশকে এসব উপহার দেয় ভারত।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল শ্রী বিথিয়নে এ ট্যাংক-হাউটজাকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আশরাফের নিকট হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বন্দর, উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সন্মাননা জানাতে এটা ভারতীয় উপহার।

ভারতের অকেজো টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট আর মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। টি-৫৫ ট্যাংক ও একটি মাউন্টেন হাউটজার গান উপহার দেয়ার বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।

ট্যাংক ও মাউন্টেন হাউটজার গানটি পেট্রাপোল স্থলবন্দর থেকে ক্রেনের মাধ্যমে সেনাবাহিনীর দুটি গাড়িতে আনলোড করে লালন শাহ সেতু ও বঙ্গবন্ধু সেতু হয়ে সেনা সদর দফতরর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে নিয়ে যাওয়া ছয়টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন দু’টি ও ১৯ ডিসেম্বর চারটি কামান ফেরত দেয় ভারত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com