বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা: হোয়াইট হাউজে প্রেসব্রিফিং-এ প্রশ্ন

0
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকিকে হোয়াইট হাউজের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সঙ্কটাপন্ন পরিস্থিতি তুলে ধরে এবং তাঁর প্রতি বাংলাদেশ সরকারের অমানবিক আচরণ উল্লেখ করে প্রশ্ন করেন।
প্রশ্নটি গ্রহণ করে জেন সাকি বলেন, জাতীয় নিরাপত্তা টিম ও স্টেট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে তিনি এই বিষয়ে জানাবেন।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্কটাপন্ন অবস্থার কথা ও তাঁর প্রতি অন্যায় আচরণের বিষয় নিয়ে প্রশ্নকালে প্রেসব্রিফিং-এ উপস্থিত বিশ্বের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দদের মাঝে নিরবতা নেমে আসে।
বুধবার, ডিসেম্বর (১, ডিসেম্বর) হোয়াইট হাউজে প্রেস ব্রিফিং-এ এই ইস্যু তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারী। হোয়াইট হাউজে স্থায়ী সংবাদদাতা হিসেবে এটি ছিল তাঁর প্রথম দিন। অন্যদিকে ছিল হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকির জন্মদিন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com