‘গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজের সর্বস্তরে নেই বললেই চলে’

0

গণফোরামের (একাংশ) নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেছেন, দেশ আজ  অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম সংকটে নিপতিত। করোনা মহামারি পরবর্তী সময়ে এ সংকট আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের নামে সারাদেশে চলছে হত্যা, ভোটকেন্দ্র দখল, বিরোধী প্রার্থীদের দমন ও দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণার নির্লজ্জ মহড়া।’

আগামী ৩ ডিসেম্বর (শুক্রবার) ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) বিকালে জাতীয় কাউন্সিল প্রস্তুতি পরিষদের যৌথসভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মোস্তফা মোহসীন মন্টু।

আবু সাইয়িদ বলেন, ‘গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজের সর্বস্তরে নেই বললেই চলে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চাই তরুণ প্রজন্ম সমৃদ্ধ গণফোরাম তথা গণমানুষের ঐক্য।’

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসিন রশিদ, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের।

সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘এই কাউন্সিলের মধ্যদিয়ে গণফোরামের নবজাগরণ ঘটবে। আমরা গণফোরামকে ঐক্যবদ্ধ রাখার জন্য গত দুই বছর অনেক মিটিং করেছি। কিন্তু একটি মহলের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মানসিকতার কারণে তা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘আমরা বার বার ড. কামাল হোসেন সাহেবের কাছে গিয়েছি। দলীয় সমস্যা সম্পর্কে তাকে অবহিত করেছি। তিনি সব সময় আমাদের মতামত তথা ঐক্যবদ্ধ গণফোরাম সম্পর্কে একমত পোষণ করেছেন। কিন্তু তিনি চিহ্নিত কিছু কুচক্রির দ্বারা পরিবেষ্টিত হয়ে একের পর এক কমিটি ঘোষণা করে যাচ্ছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com