আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই: মান্না
বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই সরকারকে মানুষ পছন্দ করে না। চলতি সরকার সত্য কথা বললেও মানুষের আস্থা হয় না। ভোট ডাকাতি, দুঃশাসন চালানো, এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য মানুষ তাদের অপছন্দ করে।’
সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নাগরিক ঐক্য আয়োজিত কল্যাণরাষ্ট্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, মানুষের সুখও একটা বড় জিনিস, আমার কাছে টাকা আছে। কিন্তু রাস্তায় বের হলে হঠাৎ কোন এক গাড়ি আমাকে চাপা দিতে পারে। সেটা সিটি কর্পোরেশনের গাড়ি অথবা সুন্দর কোন গাড়ি। আমার রাস্তায় কোন নিরাপত্তা নেই, চলাবার কোন নিরাপত্তা নেই। কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নয়ন সেটাকেই বলা যায়, যেটা মানুষের প্রয়োজন মিটিয়ে সমৃদ্ধির দিকে নিয়ে যায়।
তিনি বলেন, সরকার ফাঁকিবাজ। তারা ফাঁকি দিয়ে মানুষের ভোট কেড়ে নেয়, মানুষের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। ফাঁকি দিয়ে জিডিপি নির্ভর উন্নয়নও এরকম ফাঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে। অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হলে রাজনৈতিক নিয়ন্ত্রণ দরকার। তা নাহলে অর্থনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। একটা কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে হলে আগে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় গিয়ে কল্যাণের কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জাহেদুর রহমান প্রমুখ।