খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বাধামুক্ত করুন: নেজামে ইসলাম পার্টি
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার (২৮ নভেম্বর) পার্টির মজলিসে শুরার অধিবেশনে সংগঠনের আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি এ আহ্বান জানান।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এর সঞ্চালনায় শুরার অধিবেশনে নেতৃবৃন্দ বলেন, অতীতেও অনেক কারাবন্দী নেতার বিদেশে চিকিৎসা নেওয়ার নজীর আছে, মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত, সারাদেশের আপামর জনগণ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মানবিক উদ্যোগকে স্বাগত জানাবে।
পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের এই অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী,মুফতী মাওলান মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব মাওলান আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী।
উপস্থিত নেতৃবৃন্দ জ্বালানি তেল এর মুল্যবৃদ্ধি ও দব্রমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসার জোর দাবি জানান।