আ.লীগ সরকারের মানবিকতা বলতে কিছু নেই: ডা. শাহাদাত

0

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা সুযোগ দিতে হবে। চিকিৎসার অভাবে যদি খালেদা জিয়ার কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। এই সরকারের মানবিকতা বলতে কিছু নেই। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৫ বছরের ঊর্ধ্বে একজন মহিলা। অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারপরও সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সায় দিচ্ছে না। এটা মানবতা বিরোধী।

আজ রবিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ৩০ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে চট্টগ্রামের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনসহ সর্বসাধারণকে সমাবেশে দলে দলে যোগদানের আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশ পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। আজকে সারা দেশে দ্রব্যমূল্য আকাশছোঁয়া। জনগণের অধিকার আদায় করতে গিয়ে দেশনেত্রী আজ কারারুদ্ধ। একজন বয়োজ্যাষ্ঠ নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রী হয়েও উন্নত চিকিৎসা থেকে আজ তিনি বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে নিরপেক্ষ সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, দেশের জনগণের ভাগ্যন্নোয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাই বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা। তাই আসুন আজকে আমরা দুই হাত তুলে শপথ গ্রহণ করি- বেগম জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, অবৈধ সরকার বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা পরিষ্কার বলতে চাই- বেগম খালেদা জিয়াকে বিদেশে অনতিবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে গদিচ্যুত করা হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, গণতন্ত্র পুন:রুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ। সরকার বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নেত্রীকে বিদেশে সুচিকিৎসার দাবীতে যেকোন ত্যাগ স্বীকার করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সিরাজ উদ্দিন, সেলিম রেজা, মোহাম্মদ আসলাম, হারুন আল রশিদ, পারভেজ আহমেদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সি: যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম.আবু বক্কর রাজু, গোলাম সরওয়ার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com