খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের অসুখের চিকিৎসা দেশে নেই

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কী রোগ, কেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা দরকার তা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুখ পরিপাকতন্ত্রের। শরীরের কোন জায়গা থেকে রক্তপাত হচ্ছে তা জানতে চিকিৎসকরা একাধিক পরীক্ষা-নিরীক্ষা করলেও কারণ জানতে পারেননি। কারণ জানতে যে পরীক্ষা দরকার তার সুযোগ দেশে নেই। তাই তাকে বিদেশে নিতে হবে।’ গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসনের অসুখ পরিপাকতন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য  চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। রক্তপাতের কারণ জানতে পারছেন না। কারণ এটা বের করতে যে টেকনোলজি দরকার তা দেশে নেই। যে কারণে চিকিৎসকরা বারবার বলছেন, খালেদা জিয়াকে একটি অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার যেখানে এ ডিভাইসগুলো আছে, টেকনোলজি আছে। অ্যাডভান্স সেন্টারে গেলে তার সঠিক যে রোগ সেই রোগের জায়গাটা তারা ধরতে পারবেন। চিকিৎসা দিতে পারবেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা যেসব কথা বলছেন তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘তারা অনেকে কথা বলেছেন। তারা বিদ্রুপ করতেও দ্বিধা করেন না। আসলে এরা এত অমানুষ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com