খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা-কর্মীদের ঢল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল।
সোমবার (২৮ নভেম্বর) বেলা ১০টার দিকে কোরআন তেলাওয়াত শেষে বিক্ষোভ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে নেতা কর্মীরা প্রেসক্লাবের সামনে জোর হতে থাকে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।