খালেদা জিয়ার যদি কিছু হয় তার দায় কে নেবে: মন্টু
গণফোরামের একাংশের আহ্বায়ক মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে রাষ্ট্রে একটা অস্থিরতা সৃষ্টি হবে। এর দায়-দায়িত্ব কে নিবে।
শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরামের কাউন্সিল আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্টু বলেন, রাষ্ট্র কোনও দল বা ব্যক্তির নয়। রাষ্ট্র সবার ওপরে এবং এর উৎস জনগণ, জনগণের জন্য রাষ্ট্র। আজকে খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে রাষ্ট্রে একটা অস্থিরতা সৃষ্টি হবে। এর দায়-দায়িত্ব কে নেবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, যে আদর্শ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে লাখো শহীদের রক্তে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিলাম, তা আজ ধূলিসাৎ হতে চলেছে। এর মূল কারণ সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতির তোয়াক্কা না করে পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের মাধ্যমে সর্বগ্রাসী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কায়েম করা।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানবিক কারণে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলন শেষে গণফোরামে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, আইয়ুব খান ফারুক, লতিফুল বারী হামীম, ঢাকার আহ্বায়ক মুহাম্মদ রওশন ইয়াজদানী।