ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ অভিনন্দন বার্তা জানিয়েছেন।
শায়রুল বলেন, আমাদের নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন আমাদের মেয়ে ক্রিকেটাররা তাদের খেলায় অনবদ্য নৈপুণ্য পারদর্শিতা দেখিয়েছেন। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ, আগামী বছর মার্চ এবং এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০ দলের এই বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।