তাইওয়ান ইস্যুতে আপোস করার কোনো সুযোগ নেই: চীন
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান বলেছেন, তাইওয়ান ইস্যুতে আপোস করার কোনো সুযোগ নেই। তাইপে নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উ ছিয়ান বলেন, একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক আমেরিকা ও চীনের জন্যই প্রয়োজন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা রক্ষা করতে আগ্রহী বেইজিং। কিন্তু ওয়াশিংটন তাইপে ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে নানামুখী উসকানি দিয়ে চলেছে। তারা যুদ্ধজাহাজ ও বিমানের সাহায্যে চীনের ওপর নজরদারি করছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের নীতি হচ্ছে সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। এই নীতিগুলো লঙ্ঘন করা যাবে না। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের কোনো আপোস করার সুযোগ নেই, এ নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা ঠিক নয়।