ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধা

0

ঝিনাইদহে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের বাধা। বুধবার, জানুয়ারি ১, ২০২০, সকালে শহরের কলাবাগান এলাকা থেকে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করার প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের র‌্যালিতে বাধা দেয়। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদের বাসভবনে নেতাকর্মীরা জড়ো হলে সেখানেও বাধা দেয় পুলিশ। বাসভবনে ঢুকে বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঠিপেটা ও কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাদের।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, ‘জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু এই কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এছাড়া চেয়ার ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com