পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা
ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীরা পশ্চিম তীরের সুরিফ শহরে ফিলিস্তিনিদের বাড়িতে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের হেবরন শহরের কাছে এ সুরিফ অঞ্চলে শুক্রবার ওই হামলা হয়। ইহুদি বসতিস্থাপনকারীদের এ হামলায় ফিলিস্তিনিদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
সুরিফ শহরের মেয়র ইয়াদ হামিদাদ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, হেবরনের শহরের উত্তরাঞ্চলে (সুরিফ অঞ্চলে) ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীরা পাথর নিক্ষেপ করে ও গুলি চালিয়ে এ হামলা করে।
মেয়র ইয়াদ হামিদাদ বলেন, ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীদের এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সুরিফ শহরের মেয়র আরো বলেছেন, হালহুল এলাকায় কৃষিকাজে ব্যবহৃত হওয়া একটি কুঁড়েঘরে ইহুদি বসতিস্থাপনকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া যে সকল কৃষক তাদের বাগানের জলপাই সংগ্রহ করছিল তাদের ওপরও হামলা চালানো হয়।
সূত্র : ইয়েনি শাফাক