পরিবহন ধর্মঘটে সমর্থন দিবে বিএনপি

0

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটে বিএনপি নৈতিক সমর্থন দিবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সফর শেষে ঢাকায় রওয়ানা দেয়ার সময় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। বিএনপি তাতে নৈতিক সমর্থন জানাবে। অন্যান্য পরিবহন শ্রমিকরা এ নিয়ে আন্দোলন করলে তাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে। সরকার কেরোসিন, ডিজেলের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে। কারণ জ্বালানীর দাম বাড়লে স্বাভাবিকভাবেই এর প্রভাব অন্যান্য সকল জিনিসের ওপর পড়ে। ফলে নিত্যপণ্যের দামও বেড়ে যায়। যা সাধারণ মানুষের জন্য ক্রয় করা কঠিন হয়ে পড়ে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মামুনর রশিদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com