“ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুক্তরাজ্য প্রবাসীর উপর মামলা দায়ের”
আব্দুল হামিদ খান সুমেদ:- বঙ্গবন্ধু কর্তৃক মহান মুক্তিযুদ্ধকে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে, স্বাধীনতার বিরোধীতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় ১ জনকে আসামী করে সিলেট সাইবার ক্রাইম ট্রাইবুন্যাল আদালতে মামলা দায়ের করেছেন সিলেট জেলা যুবলীগ নেতা পলাশ সেনাপতি। মামলার বাদী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের চন্দগ্রামের মৃত প্রশান্ত সেনাপতির (প্রীতি) ছেলে। বাদী গত ১৯/১০/২০২১ইং রোজ মঙ্গলবার সিলেট সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের অন্তর্গত পালেরচক গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজরুল ইসলামকে মামলায় আসামী করা হয়েছে। জানা যায় অভিযুক্ত মোঃ নজরুল ইসলাম সিলেটের মদন মোহন কলেজের সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন সিটি যুবদলের সহ-সাংগঠনিক পদে সক্রিয় রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ নজরুল ইসলাম বিগত ২৯/০৯/২০২১ ইং তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন। মোঃ নজরুল ইসলাম বাদীর ফেইসবুক ফ্রেন্ড হওয়ার সুবাদে বাদী পলাশ সেনাপতি তাকে ইতিহাস জেনে মন্তব্য করার কথা বললে বাদীর কমেন্টে পাল্টাপাল্টি বক্তব্য আসে। পরবর্তীতে মোঃ নজরুল ইসলাম বিগত ৬/১০/২০২১ ইং তারিখে বাদীর ছবি যুক্তসহ নানা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে তার ফেইসবুক আইডিতে আরেকটি পোস্ট করেন। তাছাড়া উক্ত মোকদ্দমার আসামী বিভিন্ন সময় তার ফেইসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় গালিগালাজ করে সরকার বিরোধী অপপ্রচার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনা, সাম্প্রদায়িকতা বিরোধী উস্কানিও দিয়ে আসছেন বলে অভিযুক্ত করেছেন।
এছাড়া উক্ত মামলার বাদীকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগটি আমলে নিয়ে সিলেট সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের বিচারক বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) কে ঘটনার বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।