সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হলে গণঅভ্যুত্থানের বিকল্প নেই: ড. আনোয়ারউল্লাহ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের যে গণতন্ত্র ও মানবাধিকার, এর কথা বলতে গেলে আমার শুধু ফরাসি রাজা ষোড়শ লুই ও তার সমসাময়িক কথা মনে পড়ে।’

গতকাল শনিবান (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ‘সেই সময়ে চতুর্দশ লুই বলেছিলেন, আমি রাষ্ট্র, আমি যা বলি তাই হবে। তার সঙ্গে বর্তমান সরকারের মিল আছে কি না আপনারাই বলবেন। সরকারপ্রধানের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এ যে মন্ত্রীরা এতো কিছু বলেন। আসলে তারা তো শুধু চাকর। প্রধানমন্ত্রী যদি বলেন সূর্য আজকে পশ্চিম দিকে উদয় হয়েছে। তারাও বলবে হ্যাঁ, পশ্চিম দিক থেকেই উদয় হয়েয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, কোনো স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ১৯৩৫ হিটলার বলেছিল, সে জার্মানি এক হাজার বছর রাজত্ব করবে। মাত্র দশ বছরের মাথায়ই হিটলারের পতন হলো।’

তিনি বলেন, ‘অনেক নেতাই বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। কিন্তু কীভাবে বাধ্য করবেন? সেমিনার করলে কিংবা আলোচনাসভা করলে সরকার নির্বাচন দিতে বাধ্য হবে? হবে না। এ জন্য গণঅভ্যুত্থানের বিকল্প নেই।

সাবেক এ উপাচার্য বলেন, ‘সরকারি দল অভিযোগ করে বলে, ‘বিএনপি গণতন্ত্র কেড়ে নিয়েছে’। আরে! ভোট করেননি আপনি। দিনের ভোট আপনি রাতেই নিয়ে নিয়েছেন। আর আপনিই বলছেন বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে। নিজে চুরি করে অন্যকেই বলে…তুমি চোর।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com