তালেবান প্রতিদিন টুইট করছে, কিন্তু আমার ওপর নিষেধাজ্ঞা: ট্রাম্প

0

আফগানিস্তানে তালেবান নেতৃত্বকে টুইট করার অনুমতি দিলেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওপর টুইটার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, তালেবান প্রতিদিন টুইট করতে পারছে। নিজেদের মতাদর্শের প্রচার করছে। কিন্তু আমার একাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড রাখা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) নিজের টুইটার একাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল আদালতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি এসব কথা বলেন।

এর আগে গত বছরের নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটচুরির অভিযোগে একের পর এক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের জানুয়ারির শুরুতে ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা ওয়াশিংটনে অবস্থিত আমেরিকার আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়। ক্যাপিটল হিলের সহিংসতায় পাঁচ ব্যক্তি নিহত হন।

এই সহিংসতার জেরে টুইটার ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট সাসপেন্ড করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.