মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হবে না রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই।
তিনি বলেন, নিজেদের ভাগ্য বাজিয়ে দেখবেন না। রাশিয়া ন্যাটো জোটের সদস্য হচ্ছে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোলটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ল্যাভরভ এবং স্টোলটেনবার্গ রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের বর্তমান সম্পর্কের ধরন নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে রুশ পক্ষ অবধারিতভাবে ন্যাটোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যাতে দু পক্ষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে উত্তেজনা কমানো যায়।