কমলা হ্যারিসে মুগ্ধ নরেন্দ্র মোদি
প্রথম সাক্ষাতেই কমলা হ্যারিসে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-কে সকলের কাছে ‘অনুপ্রেরণা’ বলেন তিনি। আগামীতে ভারতে আসার জন্যও আমন্ত্রণ জানান কমলা হ্যারিসকে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মুখোমুখি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান, কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় মোদি-কমলার।
এদিন কমলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি পর্ব ছিল। গোটা বিশ্বজুড়েই আপনি অনুপ্রেরণা। আমি নিশ্চিত যে প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে দিল্লি ও ওয়াশিংটনের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে’।
মোদি আরও বলেন, ‘ভারত ও আমেরিকার মূল্যবোধ অনেকটাই একই রকম, রাজনৈতিক স্বার্থও এক। সকল ভারতীয়ই আপনার জন্য অপেক্ষা করছে, সেই কারণে আমি আপনাকে ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি’।