ইরাকে যুদ্ধাপরাধের জন্য বুশকে গ্রেফতারের দাবি

0

ইরাকে যুদ্ধাপরাধের জন্য আমেরকার সাবেক যুদ্ধবাজ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও যুদ্ধবিরোধী মার্কিন অ্যাক্টিভিস্ট জেব স্পার্গ।

বুধবার (২২ সেপ্টেম্বর) আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লং বিচ শহরে আয়োজিত এক ব্ক্তব্য অনুষ্ঠানে বুশের বক্তব্যে বাধা দিয়ে তাকে বিচারের আওতায় নেয়ার জন্য দাবি জানান ওই লেকচারার।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই লেকচারার বলেন, বুশ ইরাকে যুদ্ধাপরাধ করেছেন এবং তার পরিবারের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছেন।

অনুষ্ঠানে যুদ্ধবাজ বুশকে লক্ষ্য করে তিনি চিৎকার করে বলেন, আপনার যুদ্ধ আমার কাজিনের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। আপনার যুদ্ধ আমার পরিবারের জন্য দুঃস্বপ্ন সৃষ্টি করেছে। হাজার হাজার মার্কিনি ও লাখ লাখ ইরাকি এই যুদ্ধে নিহত হয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, বুশ ইরাকের ফালুজায় সাদা ফসফরাসের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।

তিনি বুশের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘আপনার জেলে থাকা উচিত।’

বুশকে ইশারা করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই লোককে গ্রেফতার করুন। এই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করুন।

বুশকে লক্ষ্য করে মন্তব্যের ফলে অনুষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর কর্মীরা জেব স্পার্গকে আটক করে নিয়ে যায়।

এদিকে জেব স্পার্গ পরে জানান, তাকে কিছু সময়ের জন্য আটক রাখা হয়েছিলো। ওই সময় একজন পুলিশ কর্মকর্তা জেবকে তার সাংবিধানিক অধিকার অনুশীলনের জন্য ধন্যবাদ জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com