নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান মোশাররফের
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি আয়োজিত ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, কেবল আইনের মাধ্যমেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যাবে না। ঘুণে ধরা নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাস সুদীর্ঘ নয়। প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ও অন্য রাষ্ট্রীয় অঙ্গসমূহ ঘুণে ধরা ও দুর্নীতিগ্রস্ত।
বিএনপির এই নেতা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের মানুষের ভোটাধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের আগে যুগপৎ আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে বর্তমান দলীয় সরকারের পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামতে হবে।