রাঙ্গাকে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ বললেন কাদের মির্জা

0

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, রাঙ্গা সাহেব পরিবহন সেক্টরের খবর কি? এই পরিবহন জগতে ধুয়ে-মুছে খেয়ে ফেলেছেন। আজকে বড় বড় কথা বলেন।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা কাদের বলেন, এই রাঙ্গা সেই রাঙ্গা যে বলে শহীদ নূর হোসেন নাকি মাদকাসক্ত-ইয়াবাখোর। তখন কি ইয়াবা ছিল? কোথা থেকে এদের এনে মন্ত্রী বানায় বুঝি না। এরা বানর, বানর।

বড় ভাই ওবায়দুল কাদেরের সমালোচনা করে মির্জা কাদের বলেন, আপনি বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেটা না দিলেও ঘরে ঘরে মামলা দিয়েছেন।

আপনার স্ত্রী নোয়াখালীর অপরাজনীতির হোতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করছে। সে আমাকে হত্যার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। এর জবাব আপনাকে দিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com