সিনহার ওপর খড়গের পর সকল বিচারপতির আশঙ্কা-আতঙ্কের মধ্যে বিবেক বন্ধ হয়ে গেছে: গয়েশ্বর

0

ধরপাকড় করে সরকারের পতন ঠেকানো যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। গত কয়েকদিন যাবত নতুন করে নেতা-কর্মীদের গ্রেফাতারের প্রসঙ্গ টেনে গতকাল বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে দলের স্থায়ী কমিটির সদস্য এই হুশিয়ারি উচ্চারণ করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘‘এই ধড়পাকড় হলো একটা বার্তা। সরকার যখন দূর্বল হয়ে পড়ে তখন বিরোধী দলকে দূর্বল করার জন্য মানসিকভাবে, নেতা-কর্মীদেরকে মনস্তাত্ত্বিকভাবে দূর্বল করার জন্য তারা মাঝে মধ্যে এরকম হাওয়া দেবে। তবে আমরা এখন বলব একটাই কথা- সব লোক জেলে যাক, তারপরেও সরকারের পতন ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নাই।”

‘‘আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন করার অভিজ্ঞতা আছে। আন্দোলনে শিরোপা অর্জনেরও খালেদা জিয়ার সুনাম আছে। আর আন্দোলন কখনো বৃথা যায় না। কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী, কোনো আন্দোলন হয় স্বল্পক্ষনের জন্য। বিএনপি আন্দোলন করতে পারে, ২০১৩ সালে আন্দোলন দেখেছেন, বিএনপি আন্দোলনে করতে পারে ২০১৫ সালে দেখেছেন। সামনে এমন আন্দোলন দেখবেন আর সরকারের পক্ষে দাঁড়িয়ে কথা বলার আপনাদের সুযোগ থাকবে না।” বলেও তিনি মন্তব্য করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘‘একমাত্র বেগম খালেদা জিয়া যিনি আদালত থেকে জামিন পান না। মার্ডার কেইসের আসামী, যাবজ্জীবনের আসামী, ফাঁসির আসামীও এই আদালত থেকে জামিন পাচ্ছে, অহরহ পাচ্ছে, প্রতিদিন পাচ্ছে। সুতরাং আদালতের কাছে এমন কোনো আইন নেই যে আইনের বলে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া যায় না।”

‘‘এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলছি। এটা একান্ত আদালতের ইচ্ছার ব্যাপার। সকলের ব্যাপারে জামিন হয়, খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদালতকে কেনো থামিয়ে রেখেছে সেটা আপনাদেরকে বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে। অর্থাৎ প্রধান বিচারপতি এসকে সিনহার ওপর যে খড়গ নেমেছিলো তারপর থেকেই সকল বিচারপতিরই একটা আশঙ্কা-আতঙ্কের মধ্যে তাদের বিবেক বন্ধ হয়ে গেছে। তারা আইনের বই ঘেটে সুষ্ঠু বিচার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে।”

তিনি বলেন, ‘‘জনগনের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেত্রী হয়েছেন। সুতরাং তার মুক্তি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই হবে। আমাদের কাছে এর বিকল্প কোনো পথ খোলা নেই। হ্যাঁ আমরা চেষ্টা করছি। তবে আমার মনে হচ্ছে সেই চেষ্টা যথেষ্ট না। এখন একটাই চেষ্টা করা দরকার-এই সরকারের পতন। তাদের পতন হলে খালেদা জিয়া মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, অন্যায়-অবিচার থেকে মানুষ মুক্তি পাবে।”

গয়েশ্বর আরো বলেন, ‘‘এখন আমার মনে হয়, প্রতিদিন সরকারের দেয়া যে ইস্যু, এই ইস্যু আমাদের উপেক্ষা করা ভালো, এই ইস্যুতে আমাদের কান না দেয়া ভালো। আমাদের একটাই ইস্যু্- আমরা জাস্টিস চাই, আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রের বাঁধা কে? বর্তমান সরকার শেখ হাসিনা। তার পতনের মধ্য দিয়েই খালেদা জিয়ার মুক্তি আজকে সম্ভব। এর বাইরে অন্য কোনো পন্থায় নয়।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com