দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা রহিম উদ্দিনের
দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তীব্র নিন্দা প্রকাশ করেন।
রহিম উদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করছে।
তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেফতার, হামলা-মামলা, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে।
আওয়ামী লীগ সরকার নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা এবং দেশের প্রকৃত চিত্র ও সমস্যা আড়াল করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর কবর ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত খেতাব পাওয়া নিয়ে অহেতুক নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন যুবদলের এ নেতা।
এছাড়াও দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।