শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন এম এ মালিকের পরিবার
বীর মুক্তিযোদ্ধা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক আজ ব্রেইন স্ট্রোক করে লন্ডনস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
ইতোমধ্যে ব্রেইন স্ট্রোকের বিষয়টিও নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা।
এসময় চিকিৎসাধীন এম এ মালিকের রোগ মুক্তি কামনায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী।
তিনি বলেন এম এ মালিকের জন্য সবাই দোয়া করবেন, যেনো উনি অতি দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসেন, এবং জনগণের ভবিষ্যত উজ্জ্বল সম্ভাবনার রাজনৈতিক দল বিএনপি’র রাজনীতিতে আবারও ভূমিকা পালন করতে পারেন, সেইসাথে পাশে থেকে মানুষের সেবায় নিজেকে সমুন্নত রাখতে পারেন।