ওবায়দুল কাদের’রা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী বলছেন আবার ষড়যন্ত্র শুরু হচ্ছে। আরে ষড়যন্ত্রতো করছেন আপনারা, আপনারা ষড়যন্ত্র করে দিনের ভোট রাতে করেছেন, ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কেন। আপনারাইতো ষড়যন্ত্রকারী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, সরকারের এখন দুটি নতুন মন্ত্রণালয় গঠন করতে হবে। একটি হলো ষড়যন্ত্র বিষয়ক মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে মিথ্যাচার বিষয়ক মন্ত্রণালয়। ওবায়দুল কাদের এত ষড়যন্ত্র করছেন তাই এই মন্ত্রণালয় গঠন করে তাকেই এই মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া উচিত।

তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্রফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন আপনি জিয়াউর রহমানকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন, আমি বলব আপনি টুঙ্গিপাড়া যান সেখানে আপনার পিতার কবরে গিয়ে জিজ্ঞাসা করুণ কেন আপনার বাবা জিয়াউর রহমানকে বীর উত্তম প্রতীক খেতাব দিয়েছিল। আর আপনি রংপুরের পীরগঞ্জে যান সেখানে আপনার স্বামীর কবরে গিয়ে বলেন, যে আপনি যে বইটা লিখেছিলেন তুমি আর আমি একসাথে বসে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম। এই বইটাতে তুমি একথা কেন লিখেছিলে। প্রশ্ন করেন দেখি তারা কি বলে। কারণ মিনিষ্ট্রি অব লাই মিথ্যার মন্ত্রণালয় করে সেই দায়িত্বটা প্রধানমন্ত্রীকে দিতে হবে। কারণ তিনি কোন ভাল শিক্ষা দেননি। শেখ হাসিনা কোন দিন ভাল কিছু অর্জন করেননি।

রিজভী আরও বলেন, নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে তাঁকে যেভাবে আলীগ নেতারা তীর নিক্ষেপ করেন এর মাধ্যমে তারেক রহমান যে এক অভিসংবাদিত নেতা হয়ে হয়ে উঠেছেন।

তিনি বলেন, কিছু গণমাধ্যম তার কোন সংবাদই ছাপায় না কিন্ত তার বিরুদ্ধে সমালোচনা করে, কুৎসা রটনা করে প্রতিবেদন প্রথম পাতায় ছাপেন, তাহলে বুঝতে হবে তারেক রহমান অবিচ্ছেদ্য, অবিভাজ্য হয়ে উঠেছেন। তারেক রহমান এখন জনতার নেতা। তাই তাঁর নেতৃত্বের সমালোচনা করতে আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে।

রিজভী বলেন, আমারা দেখেছি তাঁকে (তারেক রহমান) রিমান্ডে নিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ছাদের ওপর থেকে ফেলে তাঁর পিছনের হাড় ভেঙ্গে দেয়া হয়েছে। অসুস্থ রোগী চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। তার চিকিৎসা না দেওয়ায় অসুস্থ হওয়ার পর অবহেলায় অনাধরে কিভাবে বেড থেকে পড়ে গিয়েছিল তিনি। জাতীয় ও আর্ন্তজাতিক শক্তি তারেক রহমানকে সহ্য করতে পারেনি। কারণ তিনিই আগামী দিনের জাতীয়তাবাদী নেতা। বাংলাদেশ থেকে গ্যাস নিবে কয়লা নিবে বাঁধা দিবে কে? সার্বভৌমত্ব নষ্ট করবে বাঁধা দিবে কে? এ বাঁধা দেওয়ার জাতীয়তাবাদী নেতা তারেক রহমান।

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, কই আপনিতো প্রমাণ করেত পারেননি মালয়শিয়াতে তারেক রহমানের কারখানা আছে! কই সেখানেতো তারেক রহমানের নামে একটা আইসক্রিম কারখানাও দেখাতে পারেন নি। অথচ কত মিথ্যাচার করেছেন তাঁর বিরুদ্ধে।

রিজভী আরও বলেন, বিএনপিই হলো একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগারদের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এরা বার বার গণতন্ত্র হত্যা করেছে, বাকশালের নাম দিয়ে, নানা নাম দিয়ে। তারা পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে গণতন্ত্র লুকিয়ে রাখে সেখান থেকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনেন। তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com