গণতন্ত্র হত্যাকারী আ.লীগের একসময় কর্মী ছিলাম বলতে লজ্জাবোধ করি: মান্না
আজকের গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের সঙ্গে নিজের এক সময়ের সম্পর্ক নিয়ে এখন লজ্জাবোধ করেন বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দলটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।
মান্না বলেন, ‘আমি তো আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম। কিন্তু আমার নিজের কাছেই মনে হয়েছে, যেই দল গণতন্ত্রের জন্য এতো সংগ্রাম করলো, তারাই যখন কেলেঙ্কারি করে আর যাই হোক সেখানে থাকা সম্ভব হবে না। এমনকি ওই দলের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, এ কথা বলতেও আমার লজ্জা লাগে।’
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘অনেকে আমার কাছে জানতে চান কী কারণে এ (আওয়ামী লীগ) দল করতেন? আমি বলি, ভাই এক সময় এ দলটা তো অনেক ভালো ছিল। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত এ ময়লা-আবর্জনা পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ পরিষ্কার হবে না।’
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।