যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত।

0

আরিফ মাহফুজ বিষেশ প্রতিনিধি ডিএল টিভি: যুক্তরাজ্য নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে ১০ ই ডিসেম্বর ২০১৯ তারিখে পুর্ব লন্ডনের একটি স্থানীয় হলে। গত ১৫ই নভেম্বর যুক্তরাজ্য বিএনপির ১৫১ সদস্য কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটি আসার পর প্রথম কার্যকরী কমিটির সভা সম্পাদন করে যুক্তরাজ্য বিএনপি। প্রায় শত ভাগ উপস্থিতিতে ভরপুর ছিল সভা কক্ষ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে কার্যকরী কমিটির সভা শুরু হয়। দীর্ঘসময় ধরে চলা উক্ত সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। সভায় প্রথমেই সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিষ্টার জাইমা রহমানকে অভিনন্দন জানান। সবাই তাঁর কৃতিত্বের প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে চলে দলীয় বিবিধ আলোচনা ও নিদৃষ্ট এজেন্ডা নিয়ে। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিশেষ আলোচনা হয়। উক্ত কার্যকরী সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর ও সুন্দর দিক নির্দেশনা মুলক সমাধান দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনের পরবর্তী করণীয় কর্মসূচী নিয়ে আলোচনা সভার প্রধান এজেন্ডা হিসেবে স্থান পায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com