আফগানিস্তান থেকে আমেরিকানরা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে: রুশ সংবাদপত্র

0

তালেবান আফগানিস্তান দখলের লড়াইয়ে তাদের বিজয় ঘোষণার দুদিন পর সেখানে যেসব ঘটনা ঘটেছে তার জন্য আমেরিকাকে দায়ী করে তীব্র সমালোচনা প্রকাশিত হয়েছে রাশিয়ায় সংবাদপত্রগুলোতে।

সরকারি সংবাদপত্র রসিইসকায়া গেজেটায় পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক ফিয়োদোর লুকিয়ানফ দেশটির ঘটনাবলীকে একটা ‘চরম বিশৃঙ্খলা’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, ‘আমেরিকার মদদপুষ্ট প্রশাসন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে’। ‘আমেরিকানরা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে।’

বিবিসির মস্কো সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ টুইটারে সংবাদপত্রগুলোর পর্যালোচনা করেছেন। তিনি বলছেন, পত্রিকাগুলোর শিরোনাম হয়েছে মূলত এরকম : ‘একটা চরম বিশৃঙ্খলা’, ‘পশ্চিমা বিশ্ব এবং জো বাইডেনের জন্য পাহাড়-প্রমাণ রাজনৈতিক অপমান’। একটি পত্রিকা এমন প্রশ্নও তুলেছে : ‘রাশিয়াকে কি এখন আফগানিস্তানে সৈন্য পাঠাতে হবে?’

সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com