দেশের সংকট থেকে দৃষ্টি সরাতে পরীমণিকে নিয়ে ব্যস্ততা: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘পুলিশ, র্যাবের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক থাকার কথা। তারা জনগণের টাকায় চলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। আজকে দেশে মানুষ মরছে, দুর্নীতি হচ্ছে‑ এই সব সংকটের দিকে যাতে দৃষ্টি না যায় মানুষের, তাদের দৃষ্টি সরাতে তাই পরীমণি নিয়ে এই ব্যস্ততা। তারা পরীমণিতে আটকে আছে। প্রতিদিন রগরগে সংবাদ দিচ্ছে। আর যতভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায় করছে।’
গতকাল শুক্রবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোনায়েদ সাকি অভিযোগ করেন, দেশে নারীর জন্য এক আইন, পুরুষের জন্য আলাদা আইন। একজন নারী যদি অপরাধ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু মনে হলো তার বিরুদ্ধে পুরো রাষ্ট্র ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশে আর কোনও সমস্যা নাই। এই রাষ্ট্র ঘরে যখন-তখন ঢুকে যায়। আপনাকে যা তা বলে, আপনাকে যখন খুশি অপরাধী বানিয়ে দিতে পারে।’
সাকি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো দরকার।’