আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে অনুতাপ নেই বাইডেনের

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার নেই কোনও অনুতাপ। মঙ্গলবার তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন আফগানিস্তানে তালেবানরা অন্তত ৮টি প্রাদেশিক রাজধানী নিয়েছে এবং তাদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আফগানিস্তানের নেতাদের প্রতি বাইডেন আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য লড়াই করতে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে যুক্তরাষ্ট্র। যেমন, বিমান হামলা চালানো, সেনাবাহিনীর বেতন এবং আফগানবাহিনীকে খাদ্য ও সরঞ্জাম সরবরাহ করা।

বাইডেন বলেন, কিন্তু তাদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে।

এদিকে যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে বলেছেন, আফগানিস্তান রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা দেখা দেওয়ার আদর্শ পরিস্থিতি তৈরি হতে পারে।

মঙ্গলবার তালেবান আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এর ফলে শুক্রবার থেকে এখন পর্যন্ত গোষ্ঠীটি আটটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো। নতুন দখল করা প্রাদেশিক রাজধানী দুটি হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ এবং উত্তরাঞ্চলীয় পুল-ই-খুমরি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com