অশুভ উদ্দেশ্যেই ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা: বিএনপি

0

খুলনা জেলাধীন রূপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরে দুস্কৃতিকারীদের হামলা এবং স্থানীয় হিন্দু মালিকানাধীন কিছু দোকান ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, অশুভ উদ্দেশ্যেই ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে।

সোমবার (৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এমন মত প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্মগত কোনও হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কোনও ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মকর্ম পালন করে থাকে। ঐতিহ্যগতভাবেই এ দেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি, স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী।’

ফখরুল বলেন, ‘এ দেশের জনগণ এখন এক ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। সরকার সাম্প্রদয়িক সম্প্রীতির জন্য বড় বড় কথা বললেও তা রক্ষায় ব্যর্থ হচ্ছে বলেই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা হচ্ছে। শুরু থেকেই যথার্থ পদক্ষেপের মাধ্যমে এই সাম্প্রাদায়িক সংঘাত বন্ধ করতে পারলে তা অব্যাহত থাকতো না।’

এ ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com