অস্থিতিশীলতা সৃষ্টিকারীদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: ইরান

0

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে।

রবিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ যারা তাদেরকে এখান থেকে অবশ্যই সরাতে হবে। পাশাপাশি তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজার যোদ্ধাদের সাম্প্রতিক বিজয়কে প্রতিরোধ ফ্রন্টের জন্য মূল্যবান ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামের পথ হৃদয়গ্রাহী ও বর্ণনাতীত অর্জন এনে দিয়েছে এবং নিপীড়িত ফিলিস্তিনি জাতি ও মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য বিজয় এনে দিয়েছে।

ড. বেলায়েতি বলেন, প্রতিরোধ ফ্রন্ট মর্যাদা এবং সম্মানের এই পথচলা অব্যাহত রাখবে।

বৈঠকে জিয়াদ আন-নাখালা বলেন, ইরান সবসময় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন বিশেষ করে ইসলামি জিহাদ আন্দোলন আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী এবং তারা তাদের সে শক্তি দেখিয়ে দিয়েছে।

ইসরায়েলের বর্বরতার মুখে ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সাহসের সঙ্গে সবসময় যে সমর্থন দিয়ে এসেছে তার প্রশংসা করেন জিহাদ আন্দোলনের মহাসচিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com