লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত আওয়ামী লীগ সরকার: রিজভী

0

টিকা নিয়েও সরকার ‘নাটক’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল শুক্রবার (৬ আগস্ট) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত ‘নাটক’ হয়েছে এবং কত ‘নাটক’ হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার জন্য সরকারের এমন কোনও প্রচেষ্টা নাই যা তারা করছেন না। প্রথমে সরকার বললেন, ৭ দিন গণটিকা দেয়া হবে। পরে বলছেন- একদিন গণটিকা দেবো। কিন্তু এটিরও কোনও বাস্তব ভিত্তি নেই।’

রিজভী বলেন, ‘তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পারছি। বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনও চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনও ওষুধপত্র।’

তিনি বলেন, ‘একটা মারণভূমি পরিণত হয়েছে জেলা-উপজেলা পর্যায়ে। সত্যিকারের যদি সরকার থাকতো এমনটা হতো না। দেড় বছর সময় পেলেন, কেন জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধপত্র নেই? এটার কারণ একটাই- লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও ভয়ংকর দুর্নীতি হচ্ছে, শুধুমাত্র সরকারদলীয় লোকদের আঙুল ফুলে কলাগাছ করানোর জন্য।’

গত ১৬ এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে গত জুন মাসে সুস্থ হয়ে বাসায় ফিরেন রুহুল কবির রিজভী। বাসাতেও তিনি চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। টানা চার মাসের বেশি সময় রাজনীতি থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন রিজভী। সকালে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে এবং কম সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।রিজভী অভিযোগ করে বলেন, ‘কী পরিস্থিতির মধ্যে মানুষ যাচ্ছে। একটা সিন্ডিকেট করোনা সংক্রান্ত সমস্ত কেনাকাটায় তারা (ক্ষমতাসীন) ‍মাতুব্বরি করছে। এই অনিয়ম-দুর্নীতি আর পঙ্কিলতার মধ্যে গোটা সিস্টেমটাকে সমস্ত হেলথ কেয়ার সিস্টেমটাকে আজকে ধ্বংস করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই যে পরিস্থিতি এ পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে? এন৯৫ মাস্কের যে প্যাকেট সেই প্যাকেট খুলে দেখা যায় যে সার্জিক্যাল মাস্ক। এটা আমার বক্তব্য নয়, এটা আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থাগুলো কাজ করছেন, যারা পর্যবেক্ষণ করছেন তারা বারবার এইসব রিপোর্ট দিচ্ছেন। তাতেও সরকারের টনক নড়েনি।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনাকাটায় ভয়ংকর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এসব ব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তারা ভিন্ন কথা বলছেন। তারা তেলেসমাতি কথা-বার্তা বলছেন- এই করছি, ওই করেছি। আপনারা জানেন যে, পৃথিবীর শীর্ষ ২৫টি করোনায় আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এই ধরনের একটি ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে এই দেশে।’

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে করোনা রোগীর পাশে দাঁড়াতে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালাচ্ছে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকে ড্যাব করোনা রোগীদের সেবায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা, অক্সিজেন সরবারহ, অ্যাম্বুলেন্স সহযোগিতা, মাস্ক বিতরণসহ নানা কাজ করছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com