বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

0

বিশ্বের ১৩৫টি দেশে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিশ্বে করোনার মোট সংক্রমণ ২০ কোটি ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব তথ্য জানিয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনার অন্য ধরনগুলোর সংক্রমণও ছড়াচ্ছে। ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বের ১৩২টি দেশে করোনার বেটা ধরন ছড়িয়েছে। গামা ধরন ছড়িয়েছে ৮১টি দেশে। আর ১৮২ দেশে ছড়িয়েছে আলফা ধরন। খবর এনডিটিভির।

গেল বছরের অক্টোবরে করোনার ডেল্টা ধরন প্রথম শনাক্ত হয় ভারতে। এ ধরনটি অতি সংক্রামক। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে সক্ষম। মূলত এ ধরনটির কারণেই ভারতের করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করে।

শুরুতে এটিকে ‘ভারতীয় ধরন’ বলা হলেও ডব্লিউএইচওর পক্ষ থেকে ধরনটির নাম দেয়া হয় ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’। ধরনটির বৈজ্ঞানিক নাম ‘বি.১.৬১৭’। গেল মে মাসে করোনার ডেল্টা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে ডেল্টা সবচেয়ে বেশি সংক্রামক। যারা টিকা নেননি তাদের মধ্যে এ ধরনটি দ্রুত ছড়াচ্ছে। ডেল্টা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ নিয়ে উগ্বিগ্ন।

গেল ৮ মে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অন ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) বাংলাদেশে করোনার ডেল্টা ধরন শনাক্তের খবর দেয়া হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় জানানো হয়েছে, দেশে বর্তমানে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এছাড়া আক্রান্তদের মধ্যে ১ শতাংশের দেহে দক্ষিণ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট এবং একজন রোগীর দেহে মরিশাস বা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com