কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: শামা ওবায়েদ

0

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শুরু থেকেই কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ নাকরায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ভ্যাকসিন দিয়ে মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে সরকারের অবহেলায় সাধারণ মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া বাজারে করোনা হেল্প লাইন উদ্বোধন এবং ওষুধ মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও বিপদাপন্ন মানুষের পাশে আছে। যত দিন পরিস্থিতির উন্নতি না হবে, তত দিন বিএনপির হেল্প লাইন চালু থাকবে৷আমরা করোনা রোগীদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবো। সময় তিনি সমবেত সাধারণ নারীপুরুষদের মাঝে ওষুধ মাস্ক বিতরণ করেন।

নগরকান্দা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা থানা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন থানা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম জাজরিজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ। সময় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কেএম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুজ্জামান, জেলা যুবদল নেতা আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নগরকান্দায় করোনা রোগীদের সাহায্যার্থে লস্করদিয়া গ্রামে কেএম ওবায়দুর রহমানের বাসভবনে হেল্প সেন্টার চালু করা হয়েছে। সেখানে সার্বক্ষণিকভাবে স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকবেন। ০১৭৪২৮২৮০৯ নম্বরে ফোন করে তাৎক্ষণিকসেবা মিলবে এখান থেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com